মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অর্থনৈতিক ও জাতিগত বৈষম্য বৃদ্ধির অভিযোগে সরকারের বিরুদ্ধে গত দুইদিনের বিক্ষোভ সমাবেশে ইথিওপিয়ার গন্দার অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবায় সমাবেশ থেকে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে আটক করা হয়েছে। সরকারি নীতির প্রতিবাদে আন্দোলন করছে ওরোমো ও আমহারা জনগোষ্ঠী। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আদ্দিস আবাবা থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণের আমহারা জনগোষ্ঠী অধ্যুষিত গন্দার অঞ্চলে গত শনিবার চারজন নিহত হয়। এর আগের দিন আরো দুইজন নিহত হয়েছিল। তবে ইথিওপীয় কর্তৃপক্ষ ওই নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।
ওইদিন ওরোমো জনগোষ্ঠীর পাঁচ শতাধিক প্রতিবাদকারী আদ্দিস আবাবায় অর্থনৈতিক ও জাতিগত বৈষম্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেন। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন প্রতিবাদকারীকে আটক করে পুলিশ। আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।