Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে পারমাণবিক বিজ্ঞানীর ফাঁসি

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১০ সালে আটক হওয়া ইরানি পারমাণবিক বিজ্ঞানী শাহরাম আমিরিকে ‘ফাঁসি’ দেয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শাহরামের মা বিবিসিকে বলেন, তার ছেলের মৃতদেহ তাদের গ্রামের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। তার ঘাড়ে রশিতে ঝোলানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ফাঁসি দেয়া হয়েছে। পরিবার তাকে দাফন করেছে। ধারণা করা হচ্ছে, ইরানের গোপন পারমাণবিক প্রকল্প সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর শাহরামকে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। শাহরাম দাবি করেছিল, তাকে সিআইএ অপহরণ করেছিল তখন। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, শাহরাম স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আবার নিজের ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন। এক ভিডিওতে তিনি দাবি করেন, ২০১০ সালে মার্কিন হেফাজত থেকে পালিয়ে আসার পর তাকে তেহরানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় খেতাবও দেয়া হয়েছিল। এরপর শাহরামকে গোপন স্থানে বন্দী করে রাখা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে পারমাণবিক বিজ্ঞানীর ফাঁসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ