মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। রোববার দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শানজি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিয়াংফেন কাউন্টিতে একটি রেস্তোরাঁ ভবন ধসে পড়ে।
চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জন্মদিনের উৎসব পালনের জন্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের নিয়ে দ্বিতল ওই রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছিল একটি পরিবার। এই উৎসব উদযাপনের মাঝে ধসে যায় ভবনটি। রোববার সকালে এই ভবনের ধ্বংসস্তুপে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্ত্রণালয় বলছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ২১ জন সামান্য আহত হয়েছেন।
এই দুর্ঘটনা তদন্তে শানজি প্রদেশের সরকার উচ্চ-পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।