Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত হয়েছিলেন জেনেলিয়া, শেয়ার করলেন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৩:৫২ পিএম

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও রিতেশ পত্নী জেনেলিয়া ডি'সুজা। তবে আপাতত পুরোপুরি সুস্থ আছেন তিনি। টানা ২১ দিন কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে সম্প্রতি পরিবারের কাছে ফিরেছেন 'ফোর্স' খ্যাত এই চিত্রতারকা।

শনিবার (২৯ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্তের খবর প্রথম প্রকাশ্যে আনেন জেনেলিয়া ডি'সুজা। জানা গেছে, শনিবারই নায়িকার করোনা নেগেটিভ আসে। যদিও কোভিড-১৯ এর কোনো উপসর্গ ছিলো না তার।

এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে জেনেলিয়া ডি'সুজা লিখেছেন, '২১ দিন আগে করোনা পজিটিভ আসায় আইসোলেশনে যেতে বাধ্য হয়েছিলাম আমি। তবে ঈশ্বরের অসীম মহিমায় আজ আমার করোনা নেগেটিভ এসেছে।'

করোনায় আক্রান্ত হওয়ার পরে একাকীত্বের ভয়াবহতা খুব ভালোভাবেই টের পেয়েছেন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, কোনো গ্যাজেট, ইন্টারনেট কিংবা ডিজিটাল ডিজিটাল দুনিয়া কখনোই মানুষের একাকীত্বের যন্ত্রনাকে ভুলিয়ে দিতে পারে না। এতদিন পর নিজের পরিবারের কাজে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি করোনা থেকে মুক্তি পাওয়ার মন্ত্রও শেয়ার করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ