বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের মধ্যদিয়ে আজ রবিবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭২০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৫৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৭১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৫৬ জন। হয়েছে। একই সময় বগুড়ায় একজন ও নাটোরে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬৭ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১৬ জন, নওগাঁর ২০ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ২১ জন, বগুড়ায় ৬৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনার ২৫। তবে চাঁপাইনবাবগঞ্জে এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৬২৩ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ৩৪৮ জনসহ রাজশাহীতে ৪ হাজার ৫৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮ জন, নওগাঁয় ১ হাজার ১৪২ জন, নাটোরে ৮৫৪ জন, জয়পুরহাটে ৯৩৪ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯২২ জন ও পাবনায় ১ হাজার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৫৩ জন। এর মধ্যে রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৫১ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২ হাজার ৭১১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ১১৮, চাঁপাইনবাবগঞ্জে ৪২৬ জন, নওগাঁয় ১ হাজার ১৫ জন, নাটোরে ৫৬২ জন, জয়পুরহাট ২২৭ জন, বগুড়ায় ৫ হাজার ৫১৮ জন, সিরাজগঞ্জ ৯৯৩ জন ও পাবনায় ৮৫২ জন। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।