Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইকে আজান বন্ধের নির্দেশ দ. আফ্রিকায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

নানা অজুহাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের অগ্রযাত্রাকে অনেক সনাতন ধর্মের মানুষ থামিয়ে দেয়ার চেষ্টা করছে। ভারতের মতো নানা অঞ্চলে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এবার এক হিন্দু ধর্মাবলম্বী আজানে আপত্তি জানিয়ে কোটে আর্জি করে তা বন্ধের। তার আবেদনের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। মসজিদটি বন্ধ করে দেয়ারও আবেদন জানান চন্দ্র ইল্লোরি। অবশ্য এ ধরনের আদেশ দিতে অস্বীকৃতি জানান বিচারক এনগাদি। ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি এই আদেশ দেন বলে জানায় আল-জাজিরা। আদেশে বলা হয়, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়। হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদ্রাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকের বাসিন্দা। তার যুক্তি, আজানের শব্দ ‘তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে’। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন জানায়, আদালতের এ রায়ে সমতা এবং ধর্মপালনের স্বাধীনতাসহ কয়েকটি সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এছাড়া চন্দ্র ইল্লোরি আরও অভিযোগ করেন, আজানের শব্দে এলাকায় এক ধরনের ‘আলাদা মুসলিম আবহ’ সৃষ্টি হয়। আল-জাজিরা।



 

Show all comments
  • Md. Humyun Kabir ৩০ আগস্ট, ২০২০, ১০:২৪ এএম says : 0
    Not acceptable decision.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ