Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বনাথে অটোরিক্সা চালক খুন

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:৩৩ পিএম

সিলেটের বিশ্বনাথে সফিক আলী (৩৪) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধা ৭টার দিকে অটো রিক্সা নিয়ে বের হলে রাত অনুমান ১০ টায় বিশ্বনাথ ইউনিয়নের রাজনগর দাশপাড়া গ্রামের রাস্তার পাশে একটি ড্রেইনের গাড ওয়ালের উপর তার লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা খুনিরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। পুলিশ সফিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করে। সফিকের ভাই রফিক আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় দন্ড বিধি আইনের ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২১, তারিখ ২৯, ০৮, ২০২০ইং)। রফিকের বাড়ি মানিক গঞ্জের সিংরাই থানার পারিল নওয়াদা গ্রামে। তার পিতার নাম শাহজাহান মিয়া। সে বিশ্বনাথ উপজেলার শাহজির গাঁও গ্রামের হাজি মস্তফা মিয়ার বাড়িতে স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছিল। সে পেশায় একজন অটোরিক্সা চালক ছিল। মোবাইল ফোনে ঘটনার খবর পেয়ে মামলার বাদি রফিক মিয়া ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ পুলিশের সহায়তায় উদ্ধার করেন। রফিক মিয়া এজহারে উল্লেখ করেন, তার ভাইর মাথায় ও শরীরে আঘাত করে রশি দিয়ে বেধে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্তের কাজ চলছিল বলে বাদি রফিক আলী জানান। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রিগান বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধিদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ