Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:৪০ পিএম

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।

করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, ‘অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে। যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে।
সিন্ধু প্রদেশের মুখ্য মন্ত্রী মুরাদ আলি শাহ বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বা তলিয়ে গেছে তাদের স্কুলে থাকার নির্দেশ দিয়েছেন।
মুরাদ আলির এক মুখপাত্র জানান, একটি দেয়াল ধসে পড়লে ৯ জন নিহত হন, যাদের মধ্যে চার জন জন শিশু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ