Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান হামলা চলবে : মস্কো

আলেপ্পোর দুই শহরের অবরোধ ভাঙল সরকারি সেনারা

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহীরা দমন না হওয়া পর্যন্ত সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখবে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকে বোমা হামলা বন্ধ করতে গত মঙ্গলবার আহ্বান জানান। জাতিসংঘে শান্তি আলোচনা চলছে তাই এমন আহ্বান জানিয়েছিলেন তিনি। ওমানে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, রাশিয়ার বিমান হামলা পরিস্থিতিকে শান্ত করবে না। আমরা চাই জাবাহাত আল-নুসরাহের মতো বিদ্রোহী সংগঠনগুলো যেন সত্যিকার অর্থেই দমন হয়। এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ জানান, সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত শান্ত হওয়ার আগ পর্যন্ত অস্ত্র ব্যবহার বন্ধ করা খুব কঠিন হবে। কারণ সেই অঞ্চল দিয়েই সন্ত্রাসীরা যাতায়াত করে এবং চোরাচালান করা হয়। এদিকে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের গুরুত্বপূর্ণ দুটি শহরের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে দেশটির সেনাবাহিনী। সফল অভিযানের মাধ্যমে সেনারা বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কবল থেকে গত বুধবার শহর দুটি দখল করতে সক্ষম হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, নুব্বুল ও জাহরা শহরে সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান চলছে। এর অর্থই হচ্ছে শহর দুটিতে সেনারা সাড়ে তিন বছরের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। এর ফলে সেনারা সন্ত্রাসীদের হাতে আটকে থাকা স্থানীয় লোকজনকে উদ্ধার করছে। কোন সন্ত্রাসী গোষ্ঠী শহর দুটিতে এতদিন অবরোধ সৃষ্টি করে রেখেছে তা পরিষ্কার করেনি সেনাবাহিনী। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আলেপ্পো প্রদেশের যে অঞ্চলে নুব্বুলও জাহরা শহরের অবস্থান সে এলাকায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণ রয়েছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান হামলা চলবে : মস্কো

৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ