Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান জেল হাজতে

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বাস কাউন্টার ইনচার্জের মামলায় জেলে যেতে হয়েছে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লকে। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মো. মারুফ আহম্মেদ গত বৃহস্পতিবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে মামলার আসামি হিসেবে আত্মসমর্পন করে জামিন আবেদন করে লিটন মোল্লা।

সে বরিশাল জেলা টেম্পু মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি। ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাস কাউন্টার থেকে চাঁদা দিতে ব্যর্থ হলে গত ২২ জুলাই রাতে কাউন্টার ইনচার্জ শহীদুল ইসলাম বাসায় যাবার পথে লিটন মোল্লার নির্দেশে অনুসারীরা চাঁদার টাকা দাবি করে মারধর করে। এ সময় লিটন মোল্লার লোকজন ইনচার্জের সাথে থাকা ২ লাখ ৪৩ হাজার ৯শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা করে কাউন্টার ইনচার্জ। এর আগে এই মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে পুলিশ গ্রেফতার করে। মামলার আসামি হিসেবে লিটন মোল্লা আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক আবেদন না মঞ্জুর করে লিটন মোল্লাকে জেলে পাঠান।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ