বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে এক চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ নতুন আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৫০ জন। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২৫ ও ২৬ আগস্ট ২৩জনের নমুনা সংগ্রহ করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক জানান, বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে চারজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পুরুষ (৩২), স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় (৫০), পৌর এলকার আরামনগর বাজারের (পুরুষ) (৩২) ও তার মা (৫০) বছর। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়কে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে এবং বাকি তিনজন হোম আইসোলেশনে থাকবেন। এ নিয়ে এ যাবৎ সরিষাবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ জনে উন্নিত হলো ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।