Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেসি থাকো’, হাঁটু গেড়ে গাসপার্তের আবেদন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

লিওনেল মেসিকে ধরে রাখতে বার্সেলোনা সমর্থকদের আকুতির শেষ নেই। প্রিয় খেলোয়াড়কে আজীবন দলে পেতে ক্লাবের বর্তমান সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবিও উঠেছে কাতালুনিয়া। সাবেক সভাপতি হোয়ান গাসপার্তও আর্জেন্টাইন তারকাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছেন। প্রয়োজনে তার সামনে ‘হাঁটু গেড়ে মিনতি’ জানাতেও প্রস্তুত তিনি।
তবে কোনো কিছুতে যদি কাজ না হয়, মেসি যদি দলবদলের সিদ্ধান্ত চূড়ান্ত করেই ফেলেন, সেক্ষেত্রে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে ছাড়তে তার রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন গাসপার্ত। ইতালিয়ান স্পোর্টস চ্যানেল মিডিয়াসেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে ক্লাবকে কোনোরকম ছাড় না দেওয়ার জন্য বলেন, ‘আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করব এবং প্রয়োজনে আমি তার সামনে হাঁটু গেড়ে মিনতি জানাব। জানি না, জোজেপ মারিয়া বার্তোমেউ ও (কোচ) রোনাল্ড কুমান তার সামনে হাঁটু গেড়ে বসেছে কিনা। তারপর সে যদি আমার কথা না শোনে, তাহলে চুক্তি ও এর কিছু শর্ত আছে। সে অনুযায়ী তাকে ছাড়তে এক ইউরোও কম করা উচিত হবে না। তোমাকে এত অনুরোধ করার পরও যদি চলে যেতে চাও, তাহলে ৭০ কোটি ইউরো ক্লজ মেনে নিতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর থেকে মেসির চলে যাওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়। নতুন কো রোনাল্ড কোচ কোম্যানও মন বদলাতে পারেননি আর্জেন্টাইন তারকার। এরপর মঙ্গলবার অনেকের কাছে এতদিন যেটা ছিল অবিশ্বাস্য সেই খবর দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানায়, মনস্থির করে ফেলেছেন বার্সেলোনা অধিনায়ক; চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতে ছাড়তে চাইছেন ক্লাব। পরে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার খবর আসে গণমাধ্যমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাসপার্তের-আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ