মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারির ‘আশীর্বাদে’ আগেই আঙুল ফুলে কলাগাছ হয়েছিল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। গত কয়েকদিনে সেটি রূপ নিয়েছে বিশাল বটবৃক্ষে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েছেন ৫৬ বছর বয়সী এ ব্যবসায়ী।
বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির ফলে বেজোসের সম্পদ বেড়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। এর সঙ্গে সঙ্গেই তার মোট সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রায় ৪০ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, বেজোসের আগে কেউই ২০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
বুধবার বিকেলে অ্যামাজনের প্রধান নির্বাহীর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৪৬০ কোটি ডলার, যা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে অন্তত নয় হাজার কোটি ডলার বেশি। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার।
ফোর্বস জানিয়েছে, মুদ্রাস্ফীতির হিসাব ধরলেও তাদের হিসাবমতে এযাবৎকালের সর্বোচ্চ ধনী জেফ বেজোসই। এদিক থেকে তার যথাসম্ভব কাছাকাছি পৌঁছেছেন বিশ্বের প্রথম সেন্টিবিলিয়নিয়ার (১০০ মিলিয়ন ডলারের মালিক) বিল গেটস। ১৯৯৯ সালে মাইক্রোসফট যখন সম্পদের শিখরে পৌঁছেছিল, তখন বিল গেটসের সম্পদ ১০ হাজার কোটি ডলার ছিল। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে সেই সময় মোটামুটি ১৫ হাজার ৮০০ কোটি ডলারের মালিক হতেন তিনি।
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে মানুষজন ঘরে বসে কেনাকাটা বাড়িয়ে দেয়ায় লাভের পাহাড়ে চড়ে বসেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে তাদের শেয়ারের দর বেড়েছে অন্তত ৮০ শতাংশ। জানুয়ারির ১ তারিখে জেফ বেজোসের মোট সম্পদ ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার। সেখানে মাত্র আট মাসে অ্যামাজনের ১১ শতাংশ শেয়ারের মালিকানা সত্তে¡ও তার সম্পদ বেড়েছে প্রায় নয় হাজার কোটি ডলার। অ্যামাজন ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের মালিকানাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে বেজোসের। সূত্র : ফোর্বস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।