মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা প্রতিষেধক ‘স্পুটনিক- ভি’ পরীক্ষায় দেশবাসীকে যোগদানের আহবান জানালেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। তিনি জানিয়েছেন, এই প্রতিষেধকের উপরে আরও বিস্তৃত পরীক্ষা শিগগিরই শুরু হবে। ওই গবেষণা ছ’মাস ধরে চলবে। ৪০ হাজার মানুষ এর সঙ্গে যুক্ত থাকবেন। যাঁরা এই গবেষণায় অংশ নিতে চান বা স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক তারা নাম নথিবদ্ধ করতে পারেন।
রাশিয়া বিশ্বে প্রথম করোনা টিকা আবিষ্কার করায় দেশবাসীর গর্বিত হওয়া উচিত বলে মনে করেন মস্কোর মেয়র। তিনি জানিয়েছেন, মানবদেহে প্রতিষেধক প্রয়োগের চ‚ড়ান্ত পর্যায় শুরু হতে চলেছে। তার কথায়, ‘কবে প্রতিষেধক আবিষ্কার হবে আমরা সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলাম। এবং আমরা সেটি করতে পেরেছি। এখন এই টিকা মানবদেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। করোনা প্রতিষেধক তৈরিতে অংশ নেওয়ার বড় সুযোগ মস্কোবাসীর সামনে এসেছে। সেই সুযোগ কাজে লাগানো উচিত’।
গোটা বিশ্বকে চমকে দিয়ে গত ১১ অগাস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম করোনা প্রতিষেধক আবিষ্কার কথা জানিয়েছিলেন। পরে জানা যায়, ওই প্রতিষেধকের গবেষণার সময় বেশ কিছু আন্তর্জাতিক নিয়ম মানা হয়নি। ফলে বিশেষজ্ঞদের একাংশ, রাশিয়ার তৈরি প্রতিষেধকের কার্যকরিতা নিয়ে রীতিমতো সন্দিহান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বিজ্ঞানীরা গত সপ্তাহে জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে তারা আলোচনা শুরু করেছেন। কিন্তু এখনও তারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাননি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেছেন, রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধক আবিষ্কারে যেহেতু সব কটি পর্যায় ঠিক মতো মানা হয়নি, তাই রুশ টিকাটি কতটা নিরাপদ ও কার্যকর তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সূত্র : স্ক্রল ডটইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।