Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীতে এলাকাবাসীর বালুর বস্তা নিক্ষেপ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৫:৫০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নদীতে বালুর বস্তা ও গাছের ঢাল ফেলে শতশত বাড়িঘর রক্ষার প্রানপন চেষ্টা চালিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে কলাতিয়া ইউনিয়নের ভেনড্রিঘাট এলাকায় শতশত বালুর বস্তা ও গাছের ঢাল ফেলে এই কাজের উদ্বোধন করা হয়েছে। কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলী এই কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আলা উদ্দিন, হাজী মোঃ ইব্রাহিম হাওলাদার,হাজী তাজুল ইসলাম,আব্দুর রহমান মেম্বর, মোঃ তরিকুল ইসলাম,মোঃ সেলিম,মোঃ জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। জানা যায়, গত দেড় মাসে নদীর প্রবল ¯্রােতের কারনে কলাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়ে । এতে শতশত বাড়ি-ঘর ও কৃষি জমি ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে অনেক পরিবার নিঃশ্ব হয়ে যায়। ফলে ভাঙ্গন কবলিত কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে আজ ধলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধে তারা নিজেরাই ভেনড্রিঘাট এলাকায় নদীতে বালুর বস্তা, গাছের ঢাল ফেলে। পর্যায়ক্রমে তারা ওই গ্রামের আশেপাশের আরো কয়েকটি গ্রামের পাশেও বালুর বস্তা ও গাছের ঢাল ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা অব্যাহত রাখবে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ