নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দর্শকরা অপেক্ষায় ছিল তাদের সবচেয়ে প্রিয় অ্যাথলেটের জন্য। বিশ্বজুড়ে টিভি পর্দায় অপেক্ষায় ছিল প্রায় ৩ বিলিয়ন দর্শক। এতগুলো চোখের এই অপেক্ষা সর্বকালের অন্যতম একজন সেরা অ্যাথলেটকে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করতে দেখার। কিন্তু সবাই দেখল তাদের প্রিয় নায়ক পেলের পরিবর্তে অলিম্পিক মশাল হাতে নিয়ে আসছেন ভ্যান্ডেরলাই ডি লিমা, গুস্তাভো কুয়ের্তেন ও হর্তেন্সিয়া ম্যাকারি।
অসুস্থতার কারণ দেখিয়ে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি পেলে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে শারীরিকভাবে আমি অক্ষম।’ তিনি বলেন, ‘নিজেকে সরিয়ে নেয়া আমার নিজ সিদ্ধান্ত।’ ফলে শেষ মুহূর্তে তার পরিবর্তে মারাকানা স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলন করেন ২০০৪ সালের এথেন্স আলিম্পিক ম্যারাথনে ব্রোঞ্জ জয়ী ব্রাজিলিয়ান ডি লিমা।
২০০৪ সালের ঐ ম্যারাথন লিমাকে মনে রাখবে অন্য কারণে। ফিনিশিং লাইন থেকে মাত্র ৪ মাইল মত বাকি থাকতে এক আইরিশ যাজক তাকে জাপটে ধরে গতিরোধ করেন, এসময় লিমা সবার আগে ছিলেন। একজন ভলেন্টিয়ার যতক্ষণে এসে তাকে মুক্ত করেন ততক্ষণে পার হয়েছে মূল্যবান ৭ সেকেন্ড সময়। অলিম্পিক সোনা জেতা হল না লিমার, তৃতীয় হয়ে জিতলেন ব্রোঞ্চ। এজন্য অবশ্য কোন রাগ বা ক্ষোভ প্রকাশ করেননি লিমা। ফিনিশিং লাইন ছুঁয়ে দর্শকদের উদ্দেশে চুম্মন ছুড়ে দিয়ে বিমানের মত দু’হাত প্রসারিত করে উদযাপন করেন। যে ঘটনা তার কাছ থেকে অলিম্পিক সোনা কেড়ে নিলো তার জন্য লিমা কোন প্রতিক্রিয়াই দেখালেন না। অলিম্পিক কমিটি তার এই অসামান্য আচরণের জন্য ‘পিয়েরে ডি কুবার্তো পদকে’ ভূষিত করে।
বাকি দুই মশালবাহীর মধ্যে সাবেক ব্রাজিলিয়ান টেনিস তারকা গুস্তাভোকে হয়তো অনেকেই চেনেন। তিনবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী ২০০০ সালের ডিসেম্বরে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। আর ৫৭ বছর বয়সী ম্যাকারি হলেন সাবেক ব্রাজিলিয়ান নারী বাস্কেটবল খেলোয়াড়। মশাল প্রজ্জ্বলন করেন লিমাই।
অলিম্পিকে আজ (ফাইনাল রাউন্ড)
গেমস ইভেন্ট সময়
শুটিং ১০ মি. এয়ার পিস্তল পুরুষ ফাইনাল ভোর সাড়ে ৬টা
জুডো নারী- ৪৮ কেজি, ব্রোঞ্চ মেডেল এ সকাল ৭:২৬টা
জুডো নারী- ৪৮ কেজি, ব্রোঞ্চ মেডেল বি সকাল ৭:৩৩টা
জুডো নারী- ৪৮ কেজি ফাইনাল, গোল্ড মেডেল সকাল ৭:৪০টা
আর্চারি পুরুষ দল, ব্রোঞ্চ মেডেল সকাল ৭:৩৯টা
জুডো পুরুষ- ৬০ কেজি, ব্রোঞ্চ মেডেল এ সকাল ৭:৪৭টা
জুডো পুরুষ- ৬০ কেজি, ব্রোঞ্চ মেডেল বি সকাল ৭:৫৪টা
জুডো পুরুষ- ৬০ কেজি ফাইনাল, গোল্ড মেডেল সকাল ৮:০১টা
আর্চারি পুরুষ দল, গোল্ড মেডেল সকাল ৭:৩৯টা
ফেন্সিং নারী একক, ব্রোঞ্চ মেডেল সকাল ৮:১৫টা
ফেন্সিং নারী একক, গোল্ড মেডেল সকাল ৮:৪৫টা
ভারোত্তলোন নারী ৪৮ কেজি গ্রæপ এ সকাল ১০টা
সাতার পুরুষ ১০০মি. একক মিডলে ফাইনাল বেলা ১:০৩টা
সাতার পুরুষ ৪০০মি. ফ্রিস্টাইল ফাইনাল বেলা ১:৩০টা
সাতার নারী ৪০০মি. একক মিডলে ফাইনাল বেলা ১:৪৯টা
সাতার নারী ৪*১০০মি. ফ্রিস্টা. রিলে ফাইনাল দুপুর ২:২৪টা
ভারোত্তলোন পুরুষ-৫২ কেজি গ্রæপ বি সন্ধ্যা ৭টা
শুটিং ১০মি. এয়ার পিস্তল নারী ফাইনাল রাত ৮টা
সাইক্লিং রোড নারী রোড রেস রাত ৯:১৫টা
ভারোত্তলোন নারী ৫৩ কেজি গ্রæপ ‘বি’ রাত ৯:৩০টা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।