Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিপ্রার মামলা : রামু থানার ওসির আদালতে ক্ষমা প্রার্থনা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৩:১৮ পিএম

মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের সামগ্রীর দুটি জব্দ তালিকা তৈরি এবং দুটির অমিল থাকার বিষয়ে নিজের ভুল স্বীকার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোছাইনের আদালতে এই ক্ষমা প্রার্থনা করেন রামুর ওসি আবুল খায়ের।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি এম এ বারী এই তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই জব্দ তালিকা তৈরি করেন দুটি। কিন্তু দুটিতেই অমিল ছিলো।

তাই তার ব্যাখ্যা জানতে আদালত রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করেন। এর অংশ হিসেবে আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল করেন তিনি। একই সাথে লিখিত শোকজের জবাবও জমা দিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ