বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা রাশেদ খানের সহযোগী শিপ্রার ইলেক্ট্রনিক ডিভাইস ও নগদ টাকাসহ জব্দ করা ২৯ প্রকার সামগ্রী রামু থানা পুলিশ র্যাবের কাছে হস্তান্তর করেছে।
গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা নিহত হওয়ার পর হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে রামু থানা পুলিশ এগুলো জব্দ করেছিল।
এই সামগ্রী গুলো সিনহা হত্যা মামলার তদন্তকারী সংস্থা র্যাবকে হস্তান্তরের জন্য গত বুধবার আদালতে আবেদন করেছিল র্যাব। আদালত শুনানী শেষে সামগ্রী গুলো র্যাবের কাছে হস্তান্তরের আদেশ দেয়।
কিন্তু বৃহস্পতিবার রামু থানা পুলিশ এই সামগ্রী গুলো তাদের হেফাজতে রাখার আবেদন করলে বদালত তা না নাকস করে র্যাবের হেফাজতে দেয়ার নির্দেশ বহাল রাখে।
এই আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে রামু থানা পুলিশ ওই সামগ্রী গুলো র্যাবের কাছে হস্তান্তর করে।
রাত পৌনে ১২ টায় কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার র্যাবের পক্ষ থেকে এইগুলো বুঝে নেন। এসময় রামু থানার ওসি আবুল খাইরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।