Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধা ঘণ্টার অপারেশন, সেরে উঠতে লাগবে ৬ মাস

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ১১ আগস্ট লন্ডনে মুস্তাফিজুরের কাঁধের অপারেশন করানো হবে। অস্ত্রোপচার করবেন শচীনের সার্জন অ্যান্ড্রু ওয়ালেশÑগত পরশু দিনই তা জেনে গেছে বিসিবি। তবে লন্ডনের কোন হাসপাতালে এবং কখন হবে কাটার মাস্টারের সোলডারে অপারেশন, গত পরশু নিশ্চিতভাবে জানাতে পারেনি তা বিসিবি। গতকাল অপারেশনস্থল এবং সময়টা জেনে গেছে বিসিবি। আগামী ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে, এ তথ্য দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পুরোনো আঘাতস্থলে বার বার আঘাত পাওয়ায় স্থায়ীভাবে কাঁধের ইনজুরির শঙ্কা এড়াতে অপারেশনের বিকল্প পথ খোলা নেই বলে লন্ডনে মুস্তাফিজুরের অপারেশন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসকÑ‘আমরা কয়েকজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে আলোচনা করেছি। ইসিবির পরামর্শে ছিল ২ জন বিশেষজ্ঞ সার্জনের নাম। এছাড়া অস্ট্রেলিয়াতে গ্রেগ হয় নামের আমাদের পরিচিত পুরনো একজন সার্জন ছিল। তারা সবাই সার্জনই অস্ত্রোপচারের পক্ষে রায় দিয়েছেন। তাই বিসিবি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।’
২০০৬ সালে লন্ডনে শচীনের ডান কাঁধে সফল অস্ত্রোপচার করে আলোচনায় উঠে আসা সার্জন অ্যান্ড্রু ওয়ালেসকেই মুস্তাফিজুরের অপারেশনের জন্য বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনিÑ‘সবকিছু পর্যবেক্ষণ করে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে অ্যান্ড্রু ওয়ালেসের কাছে সার্জারি করানো হবে। তিনি দীর্ঘদিন ধরে স্পোর্টস সার্জারির সঙ্গে জড়িত। ইসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক খেলোয়াড় তার কাছে অপারেশনের করিয়ে তাদেরকে খেলায় ফিরে এসেছেন। উনি শচীন টেন্ডুলকারের অপারেশনও করেছেন। মুস্তাফিজুরের অপারেশনে ৩০ থেকে ৪০ মিনিট লাগতে পারে।’
অপারেশনের পর মুস্তাফিজুরের রিহ্যাব প্রক্রিয়ার দিকেই মনোযোগ দেয়ার কথা এখন থেকেই ভাবছেন বিসিবি’র প্রধান চিকিৎসকÑ‘অপারেশনের পর ফিজিও এবং ট্রেনারের তত্ত¡াবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে, যা ৫ মাসের কাছাকাছি লাগতে পারে। আমাদের পেস বোলার রুবেল হোসেনকেও দক্ষিণ আফ্রিকায় অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ক্রিকেটে ফিরতে ৯ মাসের মতো লেগেছে। তবে মুস্তাফিজুরের ক্ষেত্রে অতো সময় লাগবে না, আশা করছি সবকিছু ঠিক থাকলে মুস্তাফিজ ৫ থেকে ৬ মাসের মধ্যে সেরে উঠবে।’ মুস্তাফিজুরের পুরো চিকিৎসা প্রক্রিয়া কাছ থেকে দেখ-ভাল করবেন ডা. দেবাশিস চৌধুরী। ভিসা পেলেই উড়ে যাবেন তিনি লন্ডনে। অপারেশনের পরদিন হাসপাতাল থেকে ছাড়া পাবেন মুস্তাফিজুর, তবে লন্ডনে থাকতে হবে আরো এক সপ্তাহ। এমনটাই জানিয়েছেন ডা. দেবাশিষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধা ঘণ্টার অপারেশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ