Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশক পূর্তির দিনে সাকিব দ্যুতি

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদাতা : ২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে ওয়ানডে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন সাকিব। গতকাল ক্যারিয়ারের এক দশক পূর্তির দিনে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ জিতে ফাইনালে উঠেছে জ্যামাইকা তালওয়াশ তার পারফরমেন্সে ভর করে। সেন্ট কিটসে টসে হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলে টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে (৪৪ বলে ৩ চার ১১ ছক্কা) ভর করে ১৯৫/৭ স্কোর নিয়েও স্বস্তিতে থাকার উপায় ছিল না জ্যামাইকা তালওয়াশের। বৃষ্টিবিঘিœত ম্যাচে ১২ ওভারে ১৩০-এর টার্গেটে হাশিম আমলা (২৮ বলে ৩৭) এবং কলিন মুনরোর (২৬ বলে ৩৮) ব্যাটিংয়ে সেন্ট কিটসে জমে উঠেছিল ফাইনালে ওঠার লড়াই। তবে সেখান থেকে দলকে ম্যাচে ফিরিয়েছেন সাকিব দারুন বোলিংয়ে (৩/২৩)। ৯ম ওভারে বল হাতে নিয়ে হাশিম আমলার হাতে খেয়েছেন ছক্কা, খরচা হয়েছে ওই ওভারে ১২ রান। তবে পরের ওভারে তিন তিনটি শিকারে জ্যামাইকা তালওয়াশকে হাসিয়েছেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে হাশিম আমলা ফিরে গেছেন স্ট্যাম্পড হয়ে। ৪র্থ বলে ছক্কা মারতে যেয়ে নারিন দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ, ৬ষ্ঠ বলে লং অনে ধরা পড়েছেন ব্রাভো। ১০ বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেকে অল রাউন্ড পারফরমেন্সে (১/৩৯ও ৩০ রান) জিতিয়েছেন বাংলাদেশকে। দশক পূর্তির দিনটি স্মরণীয় করে রেখেছেন অল রাউন্ড পারফরমেন্সে (১৯ রান ও ৩/২৩)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দশক পূর্তির দিনে সাকিব দ্যুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ