Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধনের আগেই বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রিও ডি জেনিরো অলিম্পিকের পর্দা ওঠার আগেই বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ কিম উজিন। ব্রাজিলের রিও ডি জেনিরোর সামব্রোদোমোয় গেলপরশু ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন কিম। র‌্যাঙ্কিং রাউন্ডে ৭০ মিটার দূর থেকে ৭২টি তির ছোঁড়েন প্রতিযোগীরা। প্রতিটি তিরে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১০। আগের রেকর্ডটিও ছিল দক্ষিণ কোরিয়ার আর্চারের; ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৬৯৯ স্কোর করেছিলেন ইম ডং হিউন। বিশ্বরেকর্ড গড়ার পর কিম জানান, এখনই এই সাফল্য উদযাপন করবেন না তিনি, ‘আগামীকাল (আজ) আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। উদযাপনের দিক থেকে আজ কিছুই করব না। আমি ঐ ম্যাচে দৃষ্টি দিতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধনের আগেই বিশ্বরেকর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ