পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ‘তলবি সভা’ ডাকা হয়েছে। বারের ৩১ আইনজীবী ‘অবৈধভাবে কার্যনির্বাহী কমিটি করা’র অভিযোগে এ সভা আহ্বান করা হয়েছে। বারের সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বরাবর সরাসরি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সভা আহ্বানের চিঠি দেয়া হয়। ৩১ আইনজীবীর একজন অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যকরি কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল,বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা ইচ্ছামাফিক ব্যয়, কর্মচারীদের বিনা নোটিশে ছাঁটাইসহ নানা অভিযোগে তলবি সভার আহ্বান করা হয়েছে। সমিতির সভাপতি,সম্পাদক বরাবর লিখিত আবেদনে বলা হয়,সমিতির গঠনতন্ত্রের ৫০ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন করে অবৈধ প্রক্রিয়ায় ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা দখল করা হয়েছে, যা অবৈধ। এ ছাড়া সমিতির গঠনতন্ত্রের ৪৯(ক) অনুচ্ছেদ বলে যথাসময়ে বাজেট প্রণয়ন না করে সমিতির ফান্ডের টাকা উত্তোলন করে খরচ করা হয়েছে, যা অবৈধ ও আত্মসাতের শামিল। এদিকে ভবন পরিষ্কারের জন্য অসংখ্য নিয়মিত ক্লিনারদের করোনার এই দুঃসময়ে বিনানোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, যা অমানবিক। আরও বলা হয়,আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৭(৩)(ক) অনুচ্ছেদ মোতাবেক তলবি সভা আহ্বান করার নিয়ম রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।