বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় স্বামী স্ত্রীসহ নতুন করে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪শ জনে। বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০) ও তার স্ত্রী (৪৫),পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের আওয়ামী লীগ নেতা (৫৮), তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের এক যুবক (৩৪), লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের এক ব্যক্তি (৫৪), পৌর এলাকার বাইমহাটী গ্রামের এক নারী (৩৯) ও মির্জাপুর বাইপাস এলাকার এক বৃদ্ধ (৬৮)।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০০ জন। এরমধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ্য হয়েছেন ৩৬৫ জন। বাকি ২৯ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।