Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মা-বাবার সামনে বড় ভাইকে খুন!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৫:২১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। উপজেলার সাধনপুর ইউনিয়নের কচুজোম এলাকায় মা-বাবার সামনে মঙ্গলবার এই খুনের ঘটনাটি ঘটে। খুনের শিকার মোহাম্মদ এমরান ওরফে এমদাদ (৩০) নগরীতে অটোরিকশার লাইনম্যানের কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আমজাদ (২৫) বাবা মোহাম্মদ ইসহাক ও মা আমেনা বেগমের সামনে তাকে ছুরিকাঘাত করে। দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এমদাদ মারা যান। তার মৃত্যুর পর পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ততক্ষণে এমদাদের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এমদাদের ছয় মাস বয়সের একটি কন্যা শিশু রয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। উপজেলার সাধনপুর ইউনিয়নের কচুজোম এলাকায় মা-বাবার সামনে এই খুনের ঘটনাটি ঘটে। খুনের শিকার মোহাম্মদ এমরান ওরফে এমদাদ (৩০) নগরীতে অটোরিকশার লাইনম্যানের কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আমজাদ (২৫) বাবা মোহাম্মদ ইসহাক ও মা আমেনা বেগমের সামনে তাকে ছুরিকাঘাত করে। দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এমদাদ মারা যান। তার মৃত্যুর পর পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ততক্ষণে এমদাদের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এমদাদের ছয় মাস বয়সের একটি কন্যা শিশু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ