Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় ফরহাদ একাডেমি সিলগালা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৩:২৫ পিএম

সরকারি নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইল শহরের কলেজ গেইট কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ফরহাদ ক্যাডেট একাডেমি সিলগালা ও কোচিং চেয়ারম্যানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল ও সালারদ্দিন আইয়ুবী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কোচিং এর চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় ১৮৬০ সালের দন্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ