মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে মর্মর (এজিয়ান) সাগরে সামিরক মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে তখন আঙ্কারা এই সামরিক মহড়া চালালো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি এফ-১৬ জঙ্গিবিমান অংশ নেয়। টুইটার বার্তায় দাবি করা হয়েছে, তুরস্কের যৌথ বাহিনীর যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এ মহড়া পরিচালনা করা হয়েছে। তুরস্ক এবং গ্রিস দুটিই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য। চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তাদের একটি তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল। ওই জাহাজকে তুরস্কের যুদ্ধজাহাজ স্কর্ট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলে দাবি করছে। অপর এক খবরে বলা হয়, তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরো বেশি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য শিগগিরই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ২০২১ সালে এসব ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া। ইন্টারফ্যাক্স এমন সময় এ খবর দিল যখন এর আগে একই ধরনের চুক্তি ও একই ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে আমেরিকা ও ন্যাটো জোট তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। তুরস্ক হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রথম কোনো সদস্যদেশ যে কিনা রাশিয়ার কাছে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে। ২০১৭ সালে মস্কো ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত ৫২০ কোটি ডলারের চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে তুরস্কের চারটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের কথা। ২০১৭ সালের জুলাই মাসে এসব ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো এবং এই হস্তান্তর প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে রয়েছে তখন নতুন করে আরো এস-৪০০ সংগ্রহের সম্ভাব্য চুক্তির খবর এল। মার্কিন সরকার বহুবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ সংগ্রহের সিদ্ধান্তে অটল থাকলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু আঙ্কারা এখন পর্যন্ত মার্কিন হুমকির কাছে নতিস্বীকার করেনি। তুর্কি সরকার বলেছে, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি থেকে কখনোই দেশটি সরে আসবে না। ইন্টারফ্যাক্স,আনাদোলু,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।