Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোড়া ঝড়ের মুখে মার্কিন উপকূল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

পরপর দু’টি শক্তিশালী ঝড়ের মুখে কিউবা এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। এমনিতেই ভয়াবহ বন্যায় হাইতির রাজধানীর রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে, তার ওপর শক্তিশালী ঝড় তাদের আরও বড় বিপদে ফেলতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মমন্ডলীয় ঝড় মার্কো প্রবল শক্তি নিয়ে সোমবার লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে। এরপরেই আসতে যাচ্ছে লরা নামের আরেকটি সামুদ্রিক ঝড়। এটি বর্তমানে ডমিনিকান রিপাবলিকের ওপর রয়েছে। ধারণা করা হচ্ছে, ঝড়টি হিস্পানিওলা ও কিউবা পার হয়ে আগামী বৃহস্পতিবার মার্কিন উপকূলে আঘাত হানবে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে হাইতির পোর্ট-অ্য-প্রিন্সের মানুষজনকে কোমর সমান কর্দমাক্ত পানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে। গত কয়েক বছরের মধ্যে দেশটির রাজধানীতে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা। এর মধ্যেই শক্তিশালী ঝড় লরার আঘাতে হাইতিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঝড়টির জন্য প্রস্তুত হচ্ছে কিউবাও। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-উপকূল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ