Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় ২৪ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক

গাজীপুরে র‌্যাবের অভিযান

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৫:৪১ পিএম

গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে র‌্যাব ১ গাজীপুর জেলার কাপাসিয়ার বড়টেক এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাজাঁ সহ ৩ জন কে আটক করেছে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে লোকমান মিয়া (৩৮), একই এলাকার মৃত জিতু মিয়ার ছেলে মমিন মিয়া (২৮) ও নরসিংদীর রায়পুরা থানার শাহের চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩২)।
গাজীপুর র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে বড়টেক এলাকা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ