Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বিশ্বস্ত উপদেষ্টা কেলিয়ান কনওয়ের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৩:০১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত উপদেষ্টা কেলিয়ান কনওয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পারিবারিক কারণ দেখিয়ে গতকাল রোববার (২৩ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। কনওয়ে ২০১৬ সালে ট্রাম্পের প্রচারণা শিবিরের ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা সাফল্যজনকভাবে সামলে ট্রাম্পের জয়েও ভূমিকা রেখেছিলেন তিনি। তারপর থেকে কনওয়ে ট্রাম্পের সবচেয়ে অনুগত এবং জনসম্মুখে ও ক্যাবল নিউজে প্রেসিডেন্টের সবচেয়ে সরব সমর্থনকারীতে পরিণত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারণা ব্যবস্থাপক হিসেবে সফল হওয়া প্রথম নারী তিনি।
গতকাল রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে কনওয়ে জানিয়েছেন, অগাস্টের শেষে তিনি ট্রাম্প প্রশাসনের পদ ছেড়ে দেবেন। পরিবারকে বিশেষ করে সন্তানদের বেশি সময় দেওয়ার জন্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
কনওয়ের স্বামী ও ট্রাম্পের কট্টর সমালোচক জর্জও রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
হোয়াইট হাউসে সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালনের সময় কনওয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টার কাজ করেছেন। প্রশাসনে বেশ প্রভাবশালী ভূমিকা ছিল তার। কনওয়ের স্বামী রিপাবলিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি দ্য লিংকন প্রজেক্ট-এর সহ-প্রতিষ্ঠাতা। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এ কমিটি।
৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর ঠিক আগ মুহূর্তে পদত্যাগের প্রসঙ্গে রবিবার কনওয়ে জানান, পুরোপুরিভাবে নিজের ইচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সময় হলেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত চার বছর আমার জন্য কতটা আশির্বাদপুষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। জর্জ ও আমার মধ্যে প্রচুর মতানৈক্য রয়েছে। তবে যা কিছুই হোক না কেন, সন্তানদের প্রশ্নে আমরা অবিভক্ত।’
কনওয়ে আরও বলেন, ‘আমাদের চার সন্তান কিশোর বয়সী এবং জমজ। তারা মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে। অন্তত কয়েক মাস বাড়ি থেকে তাদেরকে এ শিক্ষা কার্যক্রম চালাতে হবে। দেশের লাখ লাখ মা-বাবাই জানেন যে বাচ্চারা যখন বাড়ি থেকে ক্লাস করছে তখন তাদের প্রতি বাড়তি মনযোগ দিতে হয়, দেখে রাখতে হয়; যা এ মুহূর্তে আমি করতে পারছি না।’
মেয়ে ক্লাইডিয়া মায়ের প্রতি অভিমান করে টুইটারে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় কনওয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। টুইটে ক্লাইডিয়া অভিযোগ করেছিল-তার মায়ের চাকরির কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। পোস্টটি পরে ভাইরাল হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ