Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনুইয়ে খোলা যাবে দরজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

উড়োজাহাজের মধ্যে সবচেয়ে বেশি জীবাণুদূষিত স্থান সম্ভবত টয়লেট। আবার এর মধ্যে সবচেয়ে বেশি দূষিত টয়লেটের হাতল। সে কারণে যাত্রীদের বিশেষ করে এই করোনার কালে এই হাতল হাত দিয়ে ধরতে না চাওয়ারই কথা। এই বিষয়টি মাথায় রেখে টয়লেটের হাতলের ডিজাইনই পরিবর্তন করে ফেললো একটি জাপানি এয়ারলাইন্স। অল নিপ্পন এয়ারওয়েজ নামে ওই এয়ারলাইন এমনভাবে টয়লেটের দরজার নবটির (খিল) নকশা করেছে যে হাত দিয়ে সেটি ছুঁতে হবে না। এটি খোলা এবং বন্ধ করা যাবে কনুই দিয়ে। এই বিশেষ নকশার নব বিশিষ্ট দরজা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। টোকিওর হানেদা এয়ারপোর্টে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত এই পরীক্ষা চলবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খোলা-দরজা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ