Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জলপাইগুড়ি সীমান্তে ১৪৪ ধারা জারি

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত জলপাইগুড়ি সীমান্ত এলাকায় টানা দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি করছে বলে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসক মুক্তা আর্য। আগামী ১৩ আগস্ট থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জেলা প্রশাসক মুক্তা আর্য জানান। পশ্চিমবঙ্গভিত্তিক একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে, জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে পাচার এবং অবৈধ কার্যকলাপ বেড়ে গেছে। এতে করে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশংকা করা প্রকাশ করা হয়েছে। এই সকল সমস্যা সমাধানের জন্য জেলাশাসক সীমান্তবর্তী এলাকায় খাদ্য সামগ্রী বহন ও চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। খবরে বলা হয়, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে বিশেষ করে চাল, ডাল, চিনি, লবণ নিয়ে যাবার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জলপাইগুড়ি সীমান্তে ১৪৪ ধারা জারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ