Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্রান্সে বারে অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে একটি বারে অগ্নিকান্ডে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে রুয়েন শহরে এ ঘটনা ঘটে। রুয়েন শহরের কিউবা লিবরা নামক এ বারটিতে রাতে একজনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এসময় ওই অগ্নিকা- ঘটে। রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিনির্বাপণ বাহিনী খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হতাহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে খবরে বলা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকা-ের কারণ জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুর্ঘটনাবশত একটি বিস্ফোরণ থেকে এ অগ্নিকা- ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে। খবরে বলা হয়, ফ্রান্সের রুয়ান নগরীর ভূগর্ভস্থ একটি বারে অগ্নিকা-ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নগরের সিটি সেন্টারে অবস্থিত কিউবা লিবরা নামের ওই বার থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের কেকের ওপরের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। মোমবাতির আগুন ঘরের সিলিং পর্যন্ত পৌঁছে যাওয়ার ফলে পুরো হলে আগুন লেগে যায়। ফ্রান্সের ক্যাবিনেট মিনিস্টার বারনার্ড কেজনোভ জানান, আগুন নিয়ন্ত্রণে অর্ধ শতাধিক কর্মী নিয়োগ করা হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পর পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে বারে অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ