মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভিসা আইন ভাঙার অভিযোগ প্রত্যাখ্যান করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। নিউইয়র্কে একজন মডেল হিসেবে কাজ করার সময় তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আইন ভাঙার অভিযোগ অস্বীকার করে মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি সবসময় অভিবাসন আইন মেনে চলেছেন। তবে ১৯৯৫ সালে নিউইয়র্কে ফটোসেশনের সময় তিনি কি ধরনের ভিসা ব্যবহার করেছিলেন তা স্পস্ট করেননি। কিন্তু ওয়ার্ক পারমিট নবায়নের জন্য কয়েক মাস পরপর তার নিজ দেশ স্লোভানিয়ায় যেতেন বলে জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যসবত মেলানিয়া ট্রাম্পের আসলেই কি ধরণের ভিসা ব্যবহার করছেন তা ট্রাম্পশিবির স্পষ্ট করতে অস্বীকৃতি জানিয়েছে। মেলানিয়া বলেন, ১৯৯৬ সালে তিনি মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে সম্প্রতি নিউইয়র্কের একটি ট্যাবলয়েডে তার যে নগ্ন ছবি প্রকাশিত হয়েছে তা সম্ভবত ১৯৯৫ সালে অধুনালুপ্ত একটি ফরাসি ম্যাগাজিনের জন্য তোলা হয়েছিল। বিবিসি ও দ্যা উইক ম্যাগাজিন অবলম্বনে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।