মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউজের বিলাসী জীবনযাপনের মধ্যে গ্রীষ্মের ছুটিতে একটি রেস্তোরাঁয় কাজ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থা ভিনিয়ার্ড দ্বীপের একটি সিফুড রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজ করছেন ১৫ বছর বয়সী সাশা। এখানে তিনি পুরো নাম নাতাশা ব্যবহার করছেন বলে বস্টন হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ওবামা পরিবারের কাছে মার্থা ভিনিয়ার্ড শহরটি একটি প্রিয় জায়গা বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবর। সেখানেই প্রেসিডেন্টের ছোট মেয়েকে রেস্টুরেন্টটির কর্মীদের পোশাক নীল টি-শার্ট ও মাথায় টুপি লাগিয়ে কাজ করতে দেখা গেছে। ক্রেতাদের খাবার সরবরাহের একটি কাউন্টারে তার কাজ। বস্টন হেরাল্ডের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে রেস্তোরাঁয় কাজে যোগ দেন সাশা। বাবা-মা দুই সপ্তাহের ছুটি কাটাতে সেখানে গেলে তার কাজ শেষ করার কথা। সাশার একজন সহকর্মী হেরাল্ডকে বলেন, সে খাবার সরবরাহের একটি কাউন্টারে কাজ করছে। কিন্তু ছয়জন লোক কেন মেয়েটিকে সাহায্য করছে তা দেখে আমরা বিস্মিত হয়েছিলাম। এরপরই আমরা জানতে পারলাম, মেয়েটি আসলে কে!› এ খবরের বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি। তবে ফার্স্ট লেডি মিশেল ওবামা দুই মেয়েকে যাথাসম্ভব স্বাভাবিকভাবে গড়ে তোলার চেষ্টার কথা আগেই জানিয়েছেন। টেকঅ্যাওয়ে কাউন্টার থেকে খাবার সরবরাহ ছাড়াও অতিথিদের টেবিলের কাছে অপেক্ষা এবং দুপুরের খাবার শুরুর আগে রেস্তোরাঁ প্রস্তুতের কাজেও হাত লাগাতে হয় সাশাকে। সাশার এই কাজের সময়ে তার নিরাপত্তা দেখভালে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ছয়জন সদস্য সেখানে নিয়োজিত রয়েছেন। সাশা যখন ক্রেতাদের সঙ্গে খাবার নিয়ে কথা বলেন তখন তার নিরাপত্তা দলকে একটি বড় গাড়ির কাছে অপেক্ষা করতে বা বেঞ্চে বসে থাকতে দেখা যায়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।