Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ১১ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

সকাল ৯টা। ভালুকার পৌর সদরের সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেট কার ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয় এবং ঠেলে প্রায় ২০০ ফুট নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এছাড়া নান্দাইলে পৃথক ঘটনায় ৩ জনসহ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ৫ জন নিহত হয়েছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা পৌর সদরে ব্যক্তিগত গাড়িকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গতকাল সকাল সোয়া ৯টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে থেকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এবং ঠেলে প্রায় ২০০ ফুট নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ। তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় গতকাল শনিবার সকালে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইউনুস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আনোয়ারা উপজেলার দোভাষীর হাটের উঠান মাঝির বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, আনোয়ারা থেকে পিকআপে মাছ নিয়ে শহরে বিক্রি করতে আসছিলেন ইউনুচ। রাহাত্তার পুল এলাকায় কর্ণফুলী সেতুমুখী একটি ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান মোহাম্মদ ইউনুস

নান্দাইল : ময়মনসিংহের নান্দাইলে সড়কে দাঁড়িয়ে থাকা কাচ বোঝাই একটি ট্রাককে গরুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুজন ও অপর এক ঘটনায় চাকা ফেটে পাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ফায়ার সার্ভিসের পূর্ব দিকে তসরা গ্রাম ও জোড় পুকুরপাড় এলাকায় পৃথক সময়ে ওই দুটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর পাঁচটার দিকে নাসির গøাসের কাচ বোঝাই একটি ট্রাক তসরা এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর গরু বোঝাই একটি ট্রাক কাচ বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা মারে। এতে গরু ব্যাপারি মো. সাইদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তার সহযোগী মোস্তাকিন গুরুতর আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ দুর্ঘটনায় চারটি গরুর মৃত্যু ঘটেছে বলে নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক জানান। নিহতরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘাঘড়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে নান্দাইল তারঘাট বাজার থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক্টর ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। জোড়পুকুর পাড় আসার পর যানটির একটি বড় চাকা ফেটে গিয়ে উল্টে সড়কের ঢালে গিয়ে পড়ে। এতে চালকের সহকারী মানিক মিয়া (৩৫) ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে বাসিন্দা।
পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় লেগুনার যাত্রি সদানন্দ ঘোষ (৪৫) নামের এক জন নিহত হয়েছে। নিহত সদানন্দ ঘোষ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের গোচর গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে। সেসময় লেগুনার আরো ৬ জন যাত্রি গুরুত্বর আহত হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে প্রাইভেটকারের চাপায় অনিক শেখ (২৩) নামে একজন পথচারী মারা গেছে। গত শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক শেখ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় চালক এবং প্রাইভেটকারটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

 



 

Show all comments
  • মোঃ খাইরুল বাশার বাবলু ২৩ আগস্ট, ২০২০, ২:২৮ এএম says : 0
    আমাদের তাজপুরে এ ঘটনা ঘটে দোয়া করি আল্লাহ সবাই কে জানাতের উচু মাকাম দান করেন আমিন
    Total Reply(0) Reply
  • Md Saifuzzaman ২৩ আগস্ট, ২০২০, ২:২৮ এএম says : 0
    এই বছর তো আর যাত্রীর চাপ নাই কোন যানজট ও নাই তাহলে সড়ক দুর্ঘটনা হলো কেন উত্তর একটাই ড্রাইভার দের খামখেয়ালির জন্য এদের কোন বিচার হয় না তাই এরা গাজা খেয়ে মদ খেয়ে গাড়ি চালায় আর দূর্ঘটনা ঘটে সরকারের কাছে এদের শাস্তি দাবি করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ