Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে কৃষি খাতে বন্যায় ক্ষতি ১৪১ কোটি টাকা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

চলমান বন্যায় টাঙ্গাইল জেলায় ১৮ হাজার ১২৬ হেক্টর নিমজ্জিত জমির মধ্যে ১৩ হাজার ৮৯২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ১ লাখ ৭ হাজার ৩৯১ জন কৃষকের ১৪১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয় এ তথ্য জানায়।

জেলার ১২টি উপজেলা- ভূঞাপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী, মির্জাপুর, নাগরপুর, বাসাইল, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর, সখীপুর ও দেলদুয়ারে বন্যার প্রভাব পড়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদী তীরবর্তী এলাকাগুলোতে বেশি ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে মানুষের ভোগান্তি ও ফসলের ক্ষয়-ক্ষতি।
উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বোনা আমন ১০ হাজার ৫৮৮ হেক্টর, বোনা আমন বীজতলা ১ হাজার ৩৫৯ হেক্টর, আউশ ১ হাজার ৮০৮ হেক্টর, সবজি ১ হাজার ৪৬৪ হেক্টর, পাট ৭৬৫ হেক্টর, তীল ১ হাজার ৬৫২ হেক্টর, আখ ৬৫ হেক্টর, কলা ৪৫ হেক্টর এবং লেবু ৩৮০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। গত ১১ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ে ৫ হাজার ৯২৮ হেক্টর নিমজ্জিত জমির মধ্যে ৩ হাজার ৮৪০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ২৭ হাজার ২৩৩ জন কৃষকের ৪১৫৫.০৭ লাখ টাকা ক্ষতি হয়। গত ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ১২ হাজার ১৯৮ হেক্টর নিমজ্জিত জমির মধ্যে ১০ হাজার ৫১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ৮০ হাজার ১৫৮ জন কৃষকের ৯৯৭০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, একদিকে করোনা অন্যদিকে দীর্ঘমেয়াদী বন্যা। দুই মিলিয়ে অবস্থা খুবই শোচনীয়। ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। কর্মহীন হয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাশার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে না। পর্যায়ক্রমে অধিক ক্ষতিগ্রস্ত ৪শ’ কৃষককে বিনামূল্যে চারা, ৪ হাজার কৃষককে মাস কলাইয়ের বীজ ও সার, ৮ হাজার কৃষককে সবজি বীজ, প্রতি উপজেলার ১৬ জন করে কৃষককে মেশিনের সাহায্যে বীজ বপন করে দেয়া হবে। সেই সাথে কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ