বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রাজারহাটে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে হয়েছে। ১০লক্ষ টাকা দেনমোহরের মধ্যে ৯লক্ষ ৮৫হাজার টাকা বাকী। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২১আগষ্ট রাতে উপজেলার ফতেখাঁ গ্রামের চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী পাশর্^বর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সেফারুল ইসলাম (২৫) এর সাথে ওই ধর্ষিতা মেয়েটির বিয়ে হয়। উভয় পক্ষের পরিবারের লোকদের উপস্থিতিতে ১০লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হলেও নগদ ১হাজার ৫শ টাকা ছাড়া দেনমোহরের পুরো টাকাই বাকী রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী ও বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।
ঘড়িয়ালডাঁঙ্গা ইননিয়নের নিকাহ রেজিষ্টার (কাজী) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,২১আগষ্ট রাতে উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে বিবাহ রেজিষ্ট্রী করেছি এবং রাতেই মেয়েটিকে শ^শুর বাড়িতে নিয়ে গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন,বিয়ের কথা শুনেছি।
উল্লেখ্য,উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদরাসার এক দাখিল পরীক্ষার্থীনীর সাথে পাশর্^বর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সেফারুল ইসলাম (২৫) এর পূর্ব পরিচয় ছিল। সেই সূত্র ধরে সেফারুল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষিতার পিতা বাদী হয়ে ১৯মে’২০২০ তারিখে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।