মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের ভাই আসলাম খান। শুক্রবার সকালে লীলাবতী হাসপাতালে ইন্তেকাল করেন আসলাম। জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শুক্রবার হাসপাতাল থেকে জারি করা বিবৃতিতে উল্লেখ আছে, আসলাম খান শুক্রবার ভোর বেলা ইন্তেকাল করেছেন। ডাক্তার জলিল পার্কারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। এছাড়াও, হাইপারটেশন ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। দিলীপ কুমারের মুখপাত্র ফয়সাল ফারুখ টুইটারে আসলাম খানের মৃত্যু সংবাদ দেন। দিলীপ কুমারের ভাই এশান ও আসলাম খান কোভিড-১৯ পজিটিভের পর গত শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।