Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে খাল থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ২:২৭ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রার খাল থেকে নির্মল মিস্ত্রী নামে (৭০) এক সবজি বিক্রেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে মাদ্রা মন্দির সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, জলাবাড়ী ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের মৃত ক্ষিরোদ মিস্ত্রীর ছেলে নির্মল মিস্ত্রি স্থায়ী ভাবে মাদ্রাবাজারে থেকে সব্জি বিক্রি করতেন। প্রায়ই তিনি নৌকায় সব্জি সংগ্রহের জন্য বিভিন্ন হাটে যেতেন। তবে,তিনি শেষ কখন হাটে গিয়েছিলেন তা কেউ জানাতে পারেননি।

বৃহস্পতিবার স্থানীয় লোকজন খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বৃদ্ধ মানুষ, অসুস্থও ছিলেন। শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রজু কওে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ