বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরো ৮৯ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৭২ জন। ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো দুই জন। সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন ৫৮ জন।
শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মোট ৮১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৯৩ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪ জনের ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১১৪ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের সংক্রমণ পাওয়া গেছে। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ১৫ জনের। শেভরন ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের সংক্রমণ পাওয়া যায়।
নতুন করে আক্রান্ত ৮৯ জন সহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৬ হাজার ৩০৪। মারা গেছেন ২৫৭ জন । হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ ৩৮১৯। মোট সুস্থ প্রায় সাড়ে ১১ হাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।