নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কমিটির অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আসন্ন নির্বাচন বাদ দিয়ে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবের বিরুদ্ধে এবার একাট্টা হলো প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো। ফেডারেশনের বর্তমান কমিটির নানা বিতর্কিত কাজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বুধবার রাতে ধানমন্ডিতে এক সভায় বসেন প্রথম ও দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন লিগের ১০ ক্লাবের প্রতিনিধিরা। এগুলো হলো- ঢাকা গ্লাডিয়টর্স, নীট কনসার্ন, দেওয়ান টেক্সটাইল, গুলশান স্পোর্টিং ক্লাব, সূর্যতরুন ক্লাব, আহবান ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, ইউরোপা বেভারেজ ক্লাব, শাটল মাস্টার্স ক্লাব ও কমলাপুর ব্যাডমিন্টন স্পোর্টিং ক্লাব। ফেডারেশনের আসন্ন নির্বাচনে বিভিন্ন ক্লাব কাউন্সিলদের এই সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় ব্যাডমিন্টন ক্লাব অ্যাসোসিয়েশন। নতুন এই সংগঠনের সভাপতি মনোনীত হয়েছে নীট কনসার্ন ক্লাবের জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাটল মাস্টার্স ক্লাবের নাজিব ইসমাইল রাসেলকে।
নতুন সংগঠনের নেতৃত্বে এসে রাসেল গতকাল বলেন,‘আমরা সভায় ১২টি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ১০ ক্লাবের প্রতিনিধিরা এসেছিলেন। আমরা সবাই একজোট হয়েছি ব্যাডমিন্টনের বর্তমান কমিটির অনিয়ম রোধ করতে। নির্বাচনী কার্যক্রম শুরু না করে ফেডােেরশনের বিতর্কিত সাধারণ সম্পাদক আমির হোসেনন বাহার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অ্যাডহক কমিটি গঠনের যে প্রস্তাব দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমরাসহ দেশের সচেতন ব্যাডমিন্টন সংগঠকরা বাহারের এই প্রস্তাবনার বিরুদ্ধে। আমরা চাই ব্যাডমিন্টনে সুদিন ফিরে আসুক। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেডারেশনে যোগ্য নেতৃত্ব আসবে এটাই আশাকরি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।