মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের সর্ববৃহৎ স্বনির্ভর তহবিল, নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক ‘নোরাড ফান্ড’ হিসেবে পরিচিত এ তহবিলটি পরিচালনা করে যার মূলধনের পরিমান ১.১৫ ট্রিলিয়ন ডলার। কোভিড পরিস্থিতিতে এ তহবিলটি পরিচালিত রিয়েল এস্টেট ও শেয়ার ব্যবসায় লোকসান গুণতে হয়েছে ২১.২৭ বিলিয়ন ডলার। করোনার কারণে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে বলে ফান্ডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ ট্রন্ড গ্রান্ডি এক বিবৃতিতে জানান।
কোভিড মন্দায় এবার এ ফান্ডের পোর্টফলিওতে ৩.৪ শতাংশ আয় হ্রাস দেখানো হয়েছে। ইকুইটি হ্রাস পেয়েছে ৬.৮ শতাংশ, রিয়েল এস্টেটে লোকসান হয়েছে ১.৬ শতাংশ। তবে সুদের হার হ্রাস পাওয়ায় নির্ধারিত আয় বৃদ্ধি পেয়েছে ৫.১ শতাংশ। অথচ বিশ্বের ৯ হাজার ২’শ কোম্পানিকে এ তহবিল মূলধন যোগান দেয়। এসব কোম্পানির দেড় শতাংশ মালিকানা নোরাড ফান্ডের। বন্ড ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগও করে।
নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বলছে, ফান্ডের আয় বেঞ্চমার্ক সূচক অনুসারে ১১ পয়েন্ট কমেছে। তেল কোম্পানিগুলো দরপতন ও চাহিদা কমে যাওয়ায় এদের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৩৩.১ শতাংশ তবে প্রযুক্তি কোম্পানিগুলো লাভ করেছে ১৪.২ শতাংশ। প্রযুক্তি কোম্পানি অ্যামাজন, মাইক্রোসফট, এ্যাপেল দারুণ ব্যবসা করলেও ব্যাপক লোকসান দিতে হয়েছে তেল কোম্পানি রয়েল ডাচ সেল, এইচএসবিসি হোল্ডিংস ও জেপি মরগ্যানের মত ব্যাংকগুলোকে।
ফান্ডের মোট সম্পদের পরিমান নরওয়েন নাগরিকদের মাথাপিছু ২ লাখ ১৪ হাজার ডলারের সমান। নরওয়ের অর্থনীতির গতি ধরে রাখতে এ ফান্ড থেকে এবছর প্রথম ৬ মাসে দেশটির সরকার স্থানীয় মুদ্রায় ১৬৭ বিলিয়ন ক্রাউন্স তুলে নেয়। অথচ গত বছর নরওয়ে সরকার এ ফান্ডে রেকর্ড পরিমান ১৮ বিলিয়ন ডলার প্রদান করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।