Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. সৈয়দ আক্তার হোসেন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ২:২৮ পিএম

মৌলভীবাজার বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোকসানা ওয়াহিদ রাহি।

পারিবারিক সুত্রে যানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ১ সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। ২০ আগস্ট সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা।

২০০৯ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর তিনি নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত ধার্মিক ও পরোপকারী এই চিকিৎসক মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে ডাক্তার এবং ছেলে ইঞ্জিনিয়ার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

তাঁর নিজ বাড়ী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খার পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

K‡ivbvq AvµvšÍ n‡q gviv †M‡jb Wvt ˆmq` Av³vi †nv‡mb

‡gŠjfxevRvi †Rjv msev``vZv †gŠjfxevRvi weGgGÕi wmwbqi m`m¨, cwievi cwiKíbv wefv‡Mi AemicÖvß mnKvix cwiPvjK Ges †gŠjfxevRvi g¨vUm Gi Aa¨ÿ Wvt ˆmq` Av³vi †nv‡mb K‡ivbv AvµvšÍ n‡q gviv †M‡Qb|

20 AvMó e„n¯úwZevi mKvj 7Uv 30 wgwb‡U wm‡j‡Ui gvD›U G‡Wviv nvmcvZv‡j wPwKrmvaxb Ae¯’vq g„Zy¨eiY K‡i‡Qb (Bbœv wjjøvwn Iqv Bbœv BjvBwn ivwRDb)|Zvi g„Zy¨i welqwU wbwðZ K‡i‡Qb †gŠjfxevRvi wmwfj mvR©b Kvh©vj‡qi †gwW‡Kj Awdmvi †ivKmvbv Iqvwn` ivwn|

cvwievwiK my‡Î hvbv hvq, K‡ivbv AvµvšÍ n‡q wZwb 1 mßvn Av‡M wm‡j‡Ui gvD›U G‡Wviv nvmcvZv‡j fwZ© n‡q wPwKrmvaxb wQ‡jb| 20 AvM÷ mKvj mv‡o 7Uvq Zvi g„Zy¨ nq| wZwb †gŠjfxevRvi †cŠi kn‡ii ebwew_ GjvKvi evwm›`v|

2009 mv‡j miKvwi PvKzwi †_‡K Aem‡i hvIqvi ci wZwb bvwm©s Bbw÷wUDU †gŠjfxevRv‡ii AwZw_ wkÿK Ges †gŠjfxevRvi g¨vUm Gi Aa¨ÿ wn‡m‡e `vwqZ¡ cvjb KiwQ‡jb| AZ¨šÍ avwg©K I c‡ivcKvix GB wPwKrmK g„Zz¨Kv‡j wZwb GK †Q‡j I GK †g‡q †i‡L †M‡Qb| †g‡q Wv³vi Ges †Q‡j BwÄwbqvi| Rxe‡bi †kl w`b ch©šÍ wZwb gvby‡li †mevq wb‡R‡K wb‡qvwRZ †i‡LwQ‡jb| PvKzix Rxe‡b mZZv I wbôvi mv‡_ `vwqZ¡ cvjb K‡ib|

Zuvi wbR evox ‡gŠjfxevRvi †Rjvi ivRbMi Dc‡Rjvi Lvi cvovq cvwievwiK Kei¯’v‡b `vdb Kiv n‡q‡Q|

 

 

20/08/2020

 

Gm Gg D‡g` Avjx

‡gŠjfxevRvi †Rjv msev``vZv

‡gvevBjt  01711920116

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ