Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ২ কেজি গাঁজাসহ পিতাপুত্র আটক

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:৩৭ পিএম

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ পিতা পুত্রকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের সাইদুর রহমান (৬৯) ও তার ছেলে আকিদুল ইসলাম (৩৮)।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখার মোঃ উমায়ের জানান – গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম, উপ-পরিদর্শক মোঃ আতোয়ার হোসেন, মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা সাইদুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়িতে গোপনে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর ও তার ছেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করতেন বলে তিনি জানান। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ আটক

১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ