Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কাই থান্ডার উন্মোচন চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে নতুন অস্ত্র প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিয়ানলেই ৫০০ নামের এই প্রযুক্তিটির মাধ্যমে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ৫০০ কেজি বিস্ফোরক ছোড়া যায়। একই সঙ্গে এর মাধ্যমে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো যায়। ইংরেজি অনুবাদে প্রযুক্তিটির নাম দাঁড়ায় স্কাই থান্ডার। এটি ছয়টি আলাদা ধরনের বিস্ফোরক বহন করতে পারে এবং ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন এক সিনিয়র প্রকৌশলী। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তাইওয়ান, হংকং, দক্ষিণ চীন সমুদ্র ও করোনাভাইরাস মহামারি নিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে নতুন অস্ত্র প্রযুক্তি উন্মোচন করলো চীন। সোমবার তাইওয়ান সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, চীনা গোয়েন্দাদের দ্বীপটিতে প্রবেশ ঠেকাতে নতুন আগতদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে ছয়শ’ কোটি মার্কিন ডলারের একটি চূড়ান্ত করেছে তাইওয়ান। এই চুক্তিকে উসকানি বলে আখ্যা দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এদিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সীমান্তে গত সপ্তাহে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তাইওয়ান প্রণালির উত্তর ও দক্ষিণ অংশে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে অঞ্চলটির সেনাবাহিনী। চীনা সেনাবাহিনীর তরফে এসব মহড়াকে উসকানি আখ্যা দিয়ে বলেছেন, এতে তাইওয়ানের স্বাধীনতাকামীদের কাছে ভুল বার্তা যাবে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সম্পাদকীয় এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনের তাগিদ দিয়েছেন। তবে সম্পর্কে টানাপড়েন তৈরি হওয়ার জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন তারা। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কাই-থান্ডার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ