Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসেই কাবুলে সিরিজ রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

আফগানিস্তানের ১০১তম স্বাধীনতা দিবসে রাজধানী কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেই সিরিজ রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট আশরাফ ঘানির ‘অনার গার্ডের’ ছয় সদস্য এবং নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গবার সকালে এই হামলার ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, দুটি গাড়ি থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ক‚টনীতিক পাড়া। দ্রুত নিরাপদ কক্ষে আশ্রয় নেয় দ‚তাবাসকর্মীরা। এ হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি। প্রায় ১৯ বছরের যুদ্ধ পরিস্থিতি শেষে ক্রমশ আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা-দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ