Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

দৌলতখান(ভোলা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৬:০০ পিএম

ভোলার দৌলতখানে খেলতে গিয়ে নদীতে পড়ে আলী আজগর (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ উদ্ধার করেছে জেলেরা।

আজ বুধবার (১৯আগস্ট) সকালে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পরে জেলেরা আলী আজগরের মরদেহ পরিবার স্বজনদের কাছে দিলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আলী আজগর দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।

উল্লেখ্য : গত সোমবার (১৭ আগস্ট) নিখোজ আলী আজগর অন্য এক শিশুকে নিয়ে মেঘনা নদীর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলার এক পর্যায়ে সে নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা নদীতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ