বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে স্বাস্থ্যবিধি না মানায় প্রতিনিয়োতই বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। নতুন আরো ১১৬জনসহ এখন পর্যন্ত উপজেলায় মোট ১৩০০জন নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভিাগ। নতুন ৫জন সহ এপর্যন্ত উপজেলায় মোট ৮০জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন ডাক্তার, ৪জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন এসআই, পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য, একজন ছাত্র রয়েছে সুস্থ হয়েছে ৩৭জন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘আজ নতুন ১১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। এপর্যন্ত মোট ১৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১১৮৪ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৮০ জনের পজেটিভ এসেছে। আর নতুন পাঠানো ১১৬ জনের রিপোর্ট এখনো আসেনি।' তিনি আরো জানান, ‘গত সোমবার রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে ৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর জানানো হয়। শনিবার ১৪ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এনিয়ে উপজেলায় মোট ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি আক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান,‘করোনার প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।