Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিভা অন্বেষণ কর্মসূচি

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্কোয়াশ
নিয়মিত খেলার জন্য দেশে একটি স্বতন্ত্র কোর্টের জন্য অনেক দিনের হাহাকার রয়েছে বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র‌্যাকেটস ফেডারেশনের। নিজস্ব কোর্ট না থাকায় তারা নতুন খেলোয়াড় তৈরি করতে পারছে না। ফলে স্বপন পারভেজ আর মাসুদ রানের মধ্যেই আটকে রয়েছে বাংলাদেশে এই খেলাটি। তবে কোর্ট না পেলেও এবার প্রতিভা অন্বেষণের মাধ্যমে নতুন খেলোয়াড় খুঁজে বের করতে মাঠে নেমেছেন স্কোয়াশের কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে আগামীকাল রোববার বগুড়ার চারটি স্কুলের প্রায় ৮৪ জন ছাত্রদের নিয়ে শুরু হচ্ছে স্কোয়াশ অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ বয়সী প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এই কার্যক্রম শেষে বাছাইকৃত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।
কাবাডি
ঢাকায় দু’দিনব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রমের পর আরও ক’টি জেলায় শুরু হয়েছে নতুন কাবাডি খেলোয়াড় বাছাই। গতকাল বালক বিভাগে গোপালগঞ্জ অঞ্চলের খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলের কুমিল্লা, বান্দরবান ও সিলেট জেলায় আগামী দিনের কাবাডি খেলোয়াড়ের খোঁজ শুরু হয়েছে। প্রত্যেক জেলা থেকে চারজন করে প্রতিভাবান কাবাডি খেলোয়াড়কে বাছাই করে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিভা অন্বেষণ কর্মসূচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ