নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬৭তম জন্মদিন পালন করল আবাহনী লিমিটেড। এ উপলক্ষে গতকাল বিকালে ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে মরহুম শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের সাবেক এবং বর্তমান কর্মকর্তা ও খেলোয়াড়রা। এরপর অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে বক্তব্য রাখেন ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি, পরিচালক সাখাওয়াত এম চৌধুরী,কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, শেখ মো. জাহাঙ্গির আলম, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, ফজলে নুর তাপস এমপি, মীর নিজামউদ্দিন আহমেদ ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক এনাম-ই-খুদা জুনু।
নিজ বক্তব্যে সালমান এফ রহমান আবাহনী ক্লাব প্রাঙ্গণে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাসেই শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ।’ সালমান এফ রহমান আরো বলেন, ‘প্রতি বছর ৫ আগস্ট এই অনুষ্ঠানে আসলেই শুনতে হয় ব্যর্থতার সমালোচনা। কিন্তু এবার আমরা ক্রিকেট, ফুটবল ও হকিতে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামীতে এই সাফল্য অব্যাহত থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।